বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

আজ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘দ্য আর্চিস’, প্রিমিয়ারে দেখা গেল বলিউড তারকার ঢল!

প্রথম পাতা » ছবি গ্যালারি » আজ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘দ্য আর্চিস’, প্রিমিয়ারে দেখা গেল বলিউড তারকার ঢল!
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩



আজ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘দ্য আর্চিস’, প্রিমিয়ারে দেখা গেল বলিউড তারকার ঢল!

নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে জোয়া আখতার পরিচালিত বলিউড সিনেমা ‘দ্য আর্চিস’। এ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছে খান, কাপুর আর বচ্চন পরিবারের তিন স্টার কিড। তাই প্রতীক্ষিত এ সিনেমা মুক্তির আগেই জমকালো এক প্রিমিয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে মিলিত হয়েছিলো বলিউডের একঝাঁক তারকা।

‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে অমিতাভ বচ্চনের নাতি অগস্তা নন্দা, শাহরুখ কন্যা সুহানা খান ও শ্রীদেবি-বনি কাপুরের মেয়ে খুশি কাপুরের।

স্টার কিডদের এ সিনেমা নেটফ্লিক্সে মুক্তির আগে তাই সেলিব্রেশন করলেন বলিউডের জনপ্রিয় তারকারা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সিনেমাটিকে কেন্দ্র করে দীর্ঘ সময় পর পুনর্মিলন হলো বলিউড তারকাদের।

এই অনুষ্ঠানে অংশ নিতে শীর্ষস্থানীয় বলিউড তারকারা তাদের সেরা আউটফিটে হাজির হন। তারকাদের হাঁটতে দেখা যায় লাল গালিচাতেও। সিনেমাটি আলোচনায় থাকার আরও একটি কারণ হলো সুহানা খান, অগস্ত্য নন্দা এবং খুশি কাপুরের পাশাপাশি বলিউডে অভিষেক হতে যাচ্ছে ভেদাং রায়না, মিহির আহুজা, ডট, যুবরাজ মেন্ডারও।

জমকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন বলিউড কিং শাহরুখ খান এবং তার পুরো পরিবার। এদিকে বিচ্ছেদের গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বচ্চন পরিবারের সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। গত কয়েক মাস ধরে বচ্চন পরিবারের সঙ্গে তেমন একটা দেখা না গেলেও এই প্রদর্শনীতে দেখা মেলে ঐশ্বরিয়া ও আরাধ্যকে।

নাতি অগস্তাকে শুভকামনা জানাতে ‘দ্য আর্চিস’ এর এই বিশেষ প্রদর্শনীতে সপরিবারে হাজির হন বিগ বি অমিতাভ বচ্চনও। এ অনুষ্ঠানে বচ্চন পরিবারের সদস্যরা একসঙ্গে ছবিও তোলেন।

চিরসবুজ রেখা, ‘অ্যানিমেল’ নিয়ে প্রশংসায় ভাসতে থাকা রণবীর কাপুর, নিতু কাপুর, খুশি কাপুর, জাহ্নবী কাপুর, কাইফ বিউটি ক্যাটরিনা এবং ইসাবেলা, মাধুরী দীক্ষিত, ববি দেওল এবং তার স্ত্রী সবাই ছিলেন এই আয়োজনে।

বলিউড সুন্দরী কাজল এ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কালো ফ্লোরাল শাড়িতে। দীপিকা পাড়ুকোন ছাড়া রণবীর সিং একা হাজির হলেও প্রেমিকা সাবা আজাদকে নিয়ে হাজির ছিলেন হৃত্বিক রোশনও।

বাংলাদেশ সময়: ১৫:০২:৫৯   ৮৬ বার পঠিত