নানা আয়োজনের মধ্যদিয়ে জেলায় আজ ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, সমাজ সেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এ দিবসটি পালন করে।
“প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মিলিত অংশগ্রহণ-নিশ্চিত হবে এসডিজি অর্জন”-এ প্রতিপাদ্য নিয়ে আজ বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদসহ অনেকে বক্তব্য রাখেন। আলোচনা সভাশেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও অনুদানের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা, প্রতিবন্ধীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ২৩:০৪:৩১ ৫০ বার পঠিত