মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
স্থানীয় সময় বুধবার (২৯ নভেম্বর) কানেকটিকাটে নিজ বাড়িতে তিনি মারা যান।
জার্মান বংশোদ্ভূত সাবেক কূটনীতিক ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার কানেকটিকাটে তার বাড়িতে মারা গেছেন বলে এক বিবৃতিতে জানায় রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা ‘কিসিঞ্জার অ্যাসোসিয়েটস’।
১৯২৩ সালের ২৭ মে জার্মানির শহর নুরেমবার্গের অদূরে হেনরি কিসিঞ্জারের জন্ম হয়। জার্মান-ইহুদি মা-বাবার সন্তান তিনি।
হেনরি কিসিঞ্জার দীর্ঘ কর্মজীবনে মার্কিন পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও জেরাল্ড ফোর্ডের অধীনে পররাষ্ট্র সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। তার বিতর্কিত ভূমিকা কখনও কখনও বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তোলে। বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধ এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শীতল যুদ্ধের অনুমতি দেওয়া এবং বরাবরই মার্কিন স্বার্থ এবং দেশীয় রাজনৈতিক সাফল্যকে অগ্রাধিকার দেওয়ায় বিশ্বের ইতিহাসে কুখ্যাত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে স্বীকৃতি লাভ করেন তিনি।
হেনরি কিসিঞ্জার ছিলেন ৫৬তম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি ছিলেন ৮ম মার্কিন জাতীয় নিরাপত্তা পরামর্শক। রাজনীতি করতেন রিপাবলিকান দলে।
সূত্র : বিবিসি ও সিএনএন
বাংলাদেশ সময়: ১০:০৬:২৮ ৫১ বার পঠিত