বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

বিএনপি না এলেও অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে: সালমান এফ রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিএনপি না এলেও অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে: সালমান এফ রহমান
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



বিএনপি না এলেও অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিএনপি ভোটে না এলেও অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে। বিদেশিরা যেমন সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেভাবে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেছেন।

বুধবার (২৯ নভেম্বর) দোহার ও নবাবগঞ্জে আলাদাভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷

সালমান এফ রহমান বলেন, দু-একটি দল ছাড়া বাকি সব দলই ভোটে অংশ নিচ্ছে। অনেক আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী থাকায় তা ভোটের জন্য ইতিবাচক হবে।

তিনি বলেন, ‘সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না। তবে তাদের উদ্দেশে বলব: কোনো অপশক্তি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না। কারণ, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে।’

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘যেসব রাজনৈতিক সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের সাধুবাদ জানাই। যারা নির্বাচনের ট্রেনে উঠবে না তারা গণবিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই নির্বাচনে অংশ নিতে তাদের আহ্বান জানাই।’

নির্বাচন নিয়ে আন্তর্জাতিক চাপ আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে সালমান এফ রহমান বলেন, ‘এটাকে আমি চাপ বলব না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক ও সংবিধানপরিপন্থি কোনো কাজ বর্তমান সরকার করছে না। তাই এই অপশক্তি বর্তমান সরকারের কাছে মুখ্য নয়।’

তিনি আরও বলেন, ‘দোহার ও নবাবগঞ্জ উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তা বাস্তবায়ন করার জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

পরে নবাবগঞ্জ থেকে দোহার যাওয়ার পথে বিভিন্ন এলাকায় সড়কে আগে থেকেই অবস্থান নেয়া নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা-১ আসনের এই সংসদ সদস্য৷

বাংলাদেশ সময়: ১৬:২৮:১৫   ৫৩ বার পঠিত   #