সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে একটি চলন্ত সবজিবোঝাই ট্রাকে মশাল দিয়ে আগুন দিয়েছেন অবরোধ সমর্থকরা। বুধবার (২৯ নভেম্বর) ভোরে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সলঙ্গা থানার নলকা এলাকায় এ ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ওয়াদুদ জানান, ট্রাকটি উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।
বঙ্গবন্ধু পশ্চিমবঙ্গের মহাসড়কের নলকা এলাকায় পৌঁছালে সেখানে রাস্তা একটু ভাঙা থাকায় ট্রাকের গতি কমান চালক। এই সুযোগে কয়েকজন অবরোধ সমর্থক মশাল জাতীয় কিছু দিয়ে সামনের ছিটে আগুন ধরিয়ে দেন।
এ সময় চালক ও হেলপার ভয়ে ট্রাকটি থেকে নেমে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। পরে ট্রাকটি হাটিকুমরুল হাইওয়ে থানায় নেয়া হয় বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১১:৪৫:৪৭ ৩৬ বার পঠিত