শনিবার, ২০ মে ২০২৩

মৌলভীবাজারের লাউয়াছড়ায় ট্রেন লাইনচ্যুত, সিলেট রুটে যোগাযোগ বন্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারি » মৌলভীবাজারের লাউয়াছড়ায় ট্রেন লাইনচ্যুত, সিলেট রুটে যোগাযোগ বন্ধ
শনিবার, ২০ মে ২০২৩



মৌলভীবাজারের লাউয়াছড়ায় ট্রেন লাইনচ্যুত, সিলেট রুটে যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার জেলার লাউয়াছড়া বনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (২০ মে) ভোর পৌনে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে,চট্রগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন ৭২৩ ট্রেন শ্রীমঙ্গল স্টেশন থেকে রাত ৪ টা ৫০ মিনিটে ছেড়ে যায়,এসময় লাউয়াছড়া এলাকায় ঝড় তুফানের কবলে পরে উদয়ন এক্সপ্রেস ট্রেনটি। লাউয়াছড়া বনের ভেতর অতিক্রম কালে প্রচণ্ড ঝড়ে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

শ্রীমঙ্গল স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন,কোন হতাহতের ঘটনা ঘটেনি,তবে উদ্ধারকারী ট্রেন না আসা পর্যন্ত লাইন ক্লিয়ার করা সম্ভব নয়।আপাতত সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে তিনি জানান।কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া উদ্যানে ঝড়ে পড়া গাছের সঙ্গে ধাক্কা, ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়।

সাখাওয়াত হোসেন আরো বলেন, কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসেছে যেটি উদ্ধার কাজ চালাচ্ছে। এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা রিলিফ ট্রেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ক্রস করেছে।

এদিকে উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার ঘটনায় ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে বিভাগ। আজ শনিবার সকাল ৭টায় বিষয়টি নিশ্চিত করেন ভানুগাছ রেলস্টেশনের মাস্টার কবির আহমেদ।

বাংলাদেশ সময়: ১৪:০৭:২৪   ২০৭ বার পঠিত   #