আজ ২৬ নভেম্বর ২০২৩, রোববার। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৩৭৯ - ইংল্যান্ডে অক্সফোর্ড নিউ কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৭০৩ - ইংল্যান্ডে এক প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ৮ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯০৭ - লর্ড কার্নারভন তাকে ভ্যালি অব দি কিংসে খনন কাজ দেখাশোনা করার দায়িত্ব দেন।
১৯২২ - ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার এবং লর্ড কার্নারভন মিসরের ভ্যালি অব দি কিংসে অবস্থিত তুতাংখামেনের সমাধিগৃহে প্রবেশ করেন।
১৯২২ - দুই রঙ বিশিষ্ট টেকনিকালারে নির্মিত প্রথম ছবি টোল অব দ্য সি মুক্তি পেয়েছিল।
১৯৪৩ - যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়ন তেহরানে বৈঠকে বসে। বৈঠকে জার্মানির সঙ্গে যুদ্ধ পরিচালনার ব্যাপারসহ মিত্র পক্ষের দেশগুলোকে সহায়তা দেয়া এবং নিজেদের মধ্যে সহযোগিতার ব্যাপারে আলোচনা হয়।
১৯৪৯ - ভারতীয় গণপরিষদে ভারতের সংবিধান অনুমোদন হয়।
১৯৫০ - চীনের বাহিনীর আক্রমণের ফলে কোরিয়া যুদ্ধের প্রকৃতি বদলে গিয়েছিল।
১৯৫৫ - সাবেক সোভিয়েত ইউনিয়ন অভাবনীয় শক্তিশালী হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।
১৯৭৬ - ‘মাইক্রোসফট’ নামটি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হয়।
১৯৮৯ - ৪২ বছর পর জার্মানিতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯১ - যুক্তরাষ্ট্র সমুদ্র তীরবর্তী বৃহত্তম একটি বিমান ঘাঁটি ফিলিপাইনের হাতে তুলে দেয়।
১৯৯২ - টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে [১৯ বছর ২২ দিন] শচীন টেন্ডুলকার এক হাজার রান করেন।
২০০১ - নেপালে মাওবাদী বিদ্রোহীদের হামলায় ২৮০ জনের প্রাণহানি ঘটে।
২০০৪ - জাতীয় শিক্ষা-সংস্কৃতি আন্দোলন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ।
২০০৮- ভারতের মুম্বাই শহরে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই- এর মদদে জঙ্গি হামলা হয়।
জন্ম
১৭৩১ - উইলিয়াম কাউপার, ইংরেজ কবি।
১৮৮৫ - দেবেন্দ্র মোহন বসু, প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী ও বিজ্ঞান-প্রশাসক।
১৮৯০ - সুনীতিকুমার চট্টোপাধ্যায়, বাঙালি, ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
১৮৯৬ - গোকুলানন্দ গীতিস্বামী, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যের অন্যতম পথিকৃৎ।
১৮৯৮ - নোবেলজয়ী জার্মান রসায়নবিদ কার্ল জিগলার।
১৯১৯ - মুহম্মদ আবদুল হাই, ধ্বনি বিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক।
১৯২১ - ভার্গিজ কুরিয়েন, ভারতে দুগ্ধ উৎপাদনে শ্বেত বিপ্লবের জনক।
১৯৫৪ - ভেলুপিল্লাই প্রভাকরণ, শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী দল লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের প্রতিষ্ঠাতা।
১৯৭২ - অর্জুন রামপাল, ভারতীয় অভিনেতা, প্রযোজক, মডেল এবং টেলিভিশন উপস্থাপক।
মৃত্যু
১৮৫৭ - সুইস ভাষাবিজ্ঞানী ফের্দিনা দে সোসুর।
১৯২৩ - গণিতবিদ যাদব চন্দ্র চক্রবর্তী।
১৯৪৯ - সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকার।
১৯৫০ - প্রখ্যাত শল্যচিকিৎসক ও সমাজসেবী দ্বিজেন্দ্রনাথ মৈত্র।
২০০৭ - রবীন্দ্রজীবনকার প্রশান্তকুমার পাল।
২০১৭ - রাহিজা খানম ঝুনু, বাংলাদেশি নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক।
বাংলাদেশ সময়: ১১:১৭:১০ ৪০ বার পঠিত