রাজশাহীর বেলপুকুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়েন সিএনজির যাত্রীরা। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাস্তায় আরও ২ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬:৪২:৩৭ ৪১ বার পঠিত