শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

লাইভে এসে ইউক্রেন হামলায় অভিনেত্রীর মৃত্যু!

প্রথম পাতা » ছবি গ্যালারি » লাইভে এসে ইউক্রেন হামলায় অভিনেত্রীর মৃত্যু!
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩



লাইভে এসে ইউক্রেন হামলায় অভিনেত্রীর মৃত্যু!

রাশিয়ান অভিনেত্রী পলিনা মেনশিখ। সেদিন মঞ্চে পারফর্ম করছিলেন তিনি। সরাসরি চলছিল অনুষ্ঠান। এরই মধ্যে জীবনের শেষ আলোটি তারা হয়ে আকাশে পাড়ি জমায়।

পূর্ব ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনীয় হামলায় পলিনা মেনশিখ মারা যান। যে থিয়েটারে পলিনা কাজ করতেন তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ মাধ্যম রয়টার্স ঘটনার বিস্তারিত জানায়নি তবে উভয় পক্ষের সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ১৯ নভেম্বর ওই এলাকায় ইউক্রেনীয় হামলা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার একজন সামরিক তদন্তকারী বলেছেন, ইউক্রেনের সেনারা ফ্রন্টলাইন থেকে ৬০ কিলোমিটার দূরে ডোনেটস্ক অঞ্চলের কুমাচোভো নামে পরিচিত একটি গ্রামে হাইমার্স ক্ষেপণাস্ত্রের দ্বারা একটি স্কুল এবং সাংস্কৃতিক কেন্দ্রে হামলা চালিয়েছে।

এদিকে আরেকটি সূত্র বলছে হামলার আগে মঞ্চে গাইছিলেন পলিনা মেনশিখ।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, রুশ সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি বাহিনী উদযাপন করছে। সেখানে সৈন্যদের সঙ্গে গিটার নিয়ে গান গাইছেন মেনশিখ।

গান গাইতে গাইতে বিস্ফোরণে কেঁপে ওঠে জায়গাটি মুহূর্তে সব অন্ধকার হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬:২৫:১৩   ৫৫ বার পঠিত