ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের তারকারা। এবার সেই প্রতিবাদে বাংলাদেশের সংগীতশিল্পীরা কনসার্টের আয়োজন করেছে। কনসার্টটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থানটি বদল করা হয়েছে ।
আয়োজকেরা সময় সংবাদকে জানিয়েছেন, ‘আগের স্থান পরিবর্তন করে আগামী ২৪ নভেম্বর হাতিরঝিলের ‘এম্ফি থিয়েটার’ মঞ্চে কনসার্টটি অনুষ্ঠিত হবে।’
‘টু গাজা ফ্রম ঢাকা’ শিরোনামে কনসার্টটি আয়োজন করেছে ‘আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট’। এর উদ্দেশ্য আর্থিক তহবিল সংগ্রহ। অর্জিত অর্থ ‘রেড ক্রিসেন্ট’ অথবা ‘প্যালেস্টাইন চিলড্রেন্স ফান্ড’-এর মাধ্যমে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত অসহায় বেসামরিক জনগণের খাবার ও চিকিৎসার জন্য পাঠানো হবে।
জানা গেছে, কনসার্টটি কোনো ব্যক্তিগত আয়োজনের নয়। এ বিষয়ে গায়ক আহমেদ হাসান সানী বলেন, ‘আমরা গণহত্যা বন্ধ করতে সবসময় কথা বলে এসেছি। এবার ফিলিস্তিনের পাশে দাঁড়াতে আমাদের এমন উদ্যোগ। এখানে সবাই অংশগ্রহণ করতে পারবে।’
এ আয়োজনে বিশেষ অতিথি থাকবেন গীতিকার প্রিন্স মাহমুদ ও লতিফুল ইসলাম শিবলী। মুখপাত্র হিসেবে রয়েছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, কার্টুনিস্ট মোরশেদ মিশু ও শিল্প নির্দেশক রঞ্জন রব্বানী।
কনসার্টে অংশ নিচ্ছে মাকসুদ ও ঢাকা, আর্ক, এভয়েড রাফা, নেমেসিস, ইন্দালো, মেঘদল, সহজিয়া, কার্নিভ্যাল, হাইওয়ে, হাতিরপুল সেশনস, ফিরোজ জং, মরুভূমি, মুনফ্লাওয়ার ।
আরও থাকবেন সংগীতশিল্পী মাশা ইসলাম, র্যাপার শাফায়েত ও গায়ক আসির আরমান এবং রেজাউল করিম লেমন, ব্ল্যাক জ্যাং, মুয়িজ মাহফুজ, অভিষেক ভট্টাচার্য্য, আহমেদ হাসান সানি।
কার্টুনিস্ট মোরশেদ মিশু সময় সংবাদকে জানিয়েছেন, তারা ঢাকা শহরের দেয়ালে দেয়ালে গাজায় গণহত্যার প্রতিবাদে গ্রাফিতি এঁকেছেন।
টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। কিন্তু কেউ বৃহৎ পরিসরে এগিয়ে আসতে চাইলে তার সুযোগ রয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে Get Set Rock এর ওয়েবসাইটে।
বাংলাদেশ সময়: ১২:৩১:৫৩ ৫১ বার পঠিত