নারায়ণগঞ্জ-৩ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লিয়াকত হোসেন খোকা। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতির দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জানা গেছে, ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন লিয়াকত হোসেন খোকা। এরপর ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন লিয়াকত হোসেন খোকা।
বাংলাদেশ সময়: ২৩:৪৬:১৭ ৪৮ বার পঠিত