শুক্রবার, ১৯ মে ২০২৩

পরিণীতির হাত ধরে বিনোদন জগতে পা রাখবেন রাঘব?

প্রথম পাতা » ছবি গ্যালারি » পরিণীতির হাত ধরে বিনোদন জগতে পা রাখবেন রাঘব?
শুক্রবার, ১৯ মে ২০২৩



পরিণীতির হাত ধরে বিনোদন জগতে পা রাখবেন রাঘব?

একসঙ্গে পথচলার অঙ্গীকার করে গেল ১৩ মে বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডা।

পরিণীতি ও রাঘবের জগৎ একেবারে আলাদা। পরিণীতি একদিকে যেমন রূপালি পর্দার মানুষ, রাঘব সেখানে রাজনীতিবিদ, আম আদমি পার্টির নেতা তিনি। পাশাপাশি রাজ্যসভার সাংসদও।

ভিন্ন দুই জগতের দুই মানুষের বাগদানে অনেকের মনে আগ্রহ জন্মেছে- তাহলে কি বিনোদনের জগতের সঙ্গে আরও বেশি ওয়াকিবহাল হতে চলেছেন রাঘব চাড্ডা? ভক্তদের ধারণা অনেকটা সে রকমই।

পরিণীতির সঙ্গে তার প্রেম প্রকাশ্যে আসার আগেই বিনোদন জগতে পা রেখে ফেলেছেন সাংসদ রাঘব চাড্ডা। মডেল হিসেবে এরইমধ্যে ফ্যাশন র‌্যাম্পে অভিষেক হয়ে গেছে তার। চলতি বছরেই র‌্যাম্পে হাঁটেন রাঘব।

পরিণীতির ইনস্টাগ্রাম পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

পেশায় রাজনীতিবিদ রাঘব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পরে লন্ডন স্কুল অব ইকনমিকস থেকে লেখাপড়া করেছেন তিনি।

লন্ডনে লেখাপড়া করার সময় পরিণীতির সঙ্গে আলাপ হয় তার। তবে প্রেমের শুরু গত বছর থেকে। রাঘব ‘চমকিলা’র সেটে পরিণীতির সঙ্গে দেখা করতে যাওয়ার পর থেকেই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুজনের। বাকিটা অনেকটা রূপকথার মতো প্রেম।

বাংলাদেশ সময়: ১৩:০৯:৫৭   ৬৬ বার পঠিত