ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার আয়োজনে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি দেয়া হয়।
বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, মেধাবী শিক্ষার্থীদের দিকে বিশেষভাবে নজর দিতে হবে আমাদের। মাদকের করাল গ্রাস থেকে আমাদের ছেলেমেয়েরা যেন নষ্ট না হয়ে যায়, তা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। কারণ মাদক সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ছে। এটাকে প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষা, ক্রীড়া বিনোদনের কোনো বিকল্প নেই। তাই আমাদের ছেলে মেয়েদের সুশিক্ষিত করতে হবে। তাহলেই এগিয়ে যাবে বাংলাদেশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার আহ্বায়ক মো. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সমিতির সহ-সভাপতি ও গণপূর্ত অধিদফতরের সাবেক প্রধান প্রকৌশলী কবির আহম্মেদ ভূঞা প্রমুখ।
পরে অতিথিরা ২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুইশত কৃতী শিক্ষার্থীদের হাতে নগদ পাঁচ হাজার টাকার শিক্ষাবৃত্তি, ফুল, সনদসহ শিক্ষা সামগ্রী তুলে দেন।
বাংলাদেশ সময়: ১৭:১৬:৪৭ ৪০ বার পঠিত