নারায়ণগঞ্জে অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেফতার এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩২ বোরের একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি।
শনিবার (১১ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের দীঘি বরাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- রূপগঞ্জের চনপাড়া ৬ নং ওয়ার্ডের ক্যামেরা মানিকের ছেলে মো. নয়ন (২০) ও চনপাড়া ৪ নং ওয়ার্ডের মৃত মোস্তফার ছেলে মো. শাহজাহান (২৫)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পরিদর্শক (এসআই) মিজান জানান, গ্রেফতাররা অস্ত্র, মাদক, সন্ত্রাসী, হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত। তাদের মধ্যে নয়নের বিরুদ্ধে জোড়া হত্যা মামলাসহ ছয়টি মামলা ও শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ পাঁচটি মামলা রয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭:১১:১৮ ৪৩ বার পঠিত