বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারি » বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন
বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩



বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমসংযোগ মহাসড়কে একটি পণ্যবাহী চলন্ত ট্রাকে আগুন দিয়েছেন অবরোধকারীরা।

তৃতীয় দফায় বিএনপি ও জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় ও শেষ দিন বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ সময় ট্রাকচালক ও হেলপারের কোনো ক্ষতি হয়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমসংযোগ মহাসড়কের ঝাঐলে ঢাকা থেকে রাজশাহীগামী একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেন অবরোধকারী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকটির কেবিন পুড়ে গেছে। পরে ট্রাকটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় নেয়া হয়।

এর আগে গত ৩১ অক্টোবর রাতে ঢাকা-বগুড়ার মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জে ষোলোমাইল এলাকায় মালবাহী একটি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যান অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাংলাদেশ সময়: ১০:৫১:২৫   ৪১ বার পঠিত