মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

যুদ্ধ সাংবাদিকতার ওপর আঙ্কারায় প্রশিক্ষণ শুরু

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুদ্ধ সাংবাদিকতার ওপর আঙ্কারায় প্রশিক্ষণ শুরু
মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩



যুদ্ধ সাংবাদিকতার ওপর আঙ্কারায় প্রশিক্ষণ শুরু

আঙ্কারা, তুরস্ক, ৭ নভেম্বর, ২০২৩ : বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশের ২৫জন সাংবাদিকের অংশগ্রহণে ‘২৪তম যুদ্ধ সাংবাদিকতা প্রশিক্ষণ’সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় শুরু হয়েছে।
আনাদোলু এজেন্সি তুর্কি পুলিশ একাডেমি এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) যৌথভাবে দুই সপ্তাহের প্রশিক্ষণের আয়োজন করে। এই প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে যুদ্ধ, দুর্যোগ এবং অন্যান্য অস্বাভাবিক পরিস্থিতির সংবাদ সংগ্রহ করার জন্য সংবাদকর্মীদের প্রশিক্ষণ দেওয়া।
নতুন প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা উপলক্ষে আনাদোলু সদর দফতরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আনাদোলু নিউজ একাডেমির পরিচালক আলপতেকিন চিহাঙ্গীর ইসবিলির, পুলিশ একাডেমির উপ-পরিচালক ফাতিহ ইনাল, টিকা প্রশিক্ষণ প্রকল্প সমন্বয়কারী মোস্তফা হাসিম পোলাটসহ বিভিন্ন সংস্থার অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে বক্তব্য রাখেন।

ইসবিলির তার বক্তৃতায় বলেন, যে সাংবাদিকদের ভূমিকা শুধুমাত্র যুদ্ধ এবং সংঘাতের ঘটনা নথিভুক্ত করা নয় বরং সেগুলো হওয়ার আগে আগাম সতর্কীকরণ ব্যবস্থা তৈরি করা। সংঘাত প্রতিরোধ করা এবং বেসামরিক হতাহতের সংখ্যা হ্রাস করা।
দিন দিন বিশ্বব্যাপী সংঘাত বৃদ্ধি এবং অস্বাভাবিক পরিস্থিতি তুলে ধরে তিনি উল্লেখ করেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে চার নারীসহ ৪৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।
পুলিশ একাডেমির উপ-পরিচালকও প্রশিক্ষণ কর্মসূচির কথা তুলে ধরেন।
টিকা’র সমন্বয়কারী ‘প্রচার কি এবং সংবাদ কি’ উপস্থাপন করেন। প্রশিক্ষণার্থীদের বস্তুনিষ্ট রিপোর্ট করার দিকে মনোনিবেশ করতে এবং প্রচারের মুখে সত্যের কণ্ঠস্বর হওয়ার পরামর্শ দেন।
বক্তৃতা শেষে প্রশিক্ষণ কর্মসূচী উপলক্ষে একটি স্যুভেনির ছবি তোলা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৩২   ৪৭ বার পঠিত