চলমান বিশ্বকাপে আজকেই (সোমবার) প্রথমবারের মতো ব্যাট হাতে বড় রানের দেখা পেয়েছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ৬৫ বলে ৮২ রান করে দলকে জেতাতে বড় অবদান রেখেছেন টাইগার অধিনায়ক। এর আগে তিনি বল হাতেও ২ উইকেট নিয়েছিলেন। ফলে বাংলাদেশের জয়ে ফেরার দিনে ম্যাচসেরাও নির্বাচিত হন সাকিব।
লঙ্কানদের ৩ উইকেট হারিয়ে পুরস্কার বিতরণী মঞ্চে শুরুতে নিজের উইকেট নিয়ে সাকিব বলেন, ‘তারা দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় (মেন্ডিস এবং সামারাবিক্রমা)। এই দুটি উইকেট পাওয়া বড় কিছু ছিল। এখানে আসলে বোলারদের জন্য খুব বেশি কিছু ছিল না, তবে আমরা সত্যিই ভাল বল করেছি। স্পিনাররা তাদের সামর্থ্য দেখিয়েছে। দারুণ বোলিং করেছে দুই স্পিনারই।’
দলের বোলারদের নিয়ে বলেন সাকিব, ‘বিশ্বকাপ শুরুর আগপর্যন্ত ফাস্ট বোলাররা সত্যিই ভালো বোলিং করেছিল। যদিও এখানে এসে তারা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। কিন্তু আমরা জানতাম যে আমরা লড়াই করতে পারি, আমাদের সেই মানসিকতা ছিল। আমরা বিশ্বাস রেখেছিলাম এবং আমরা ফিরে আসতে পারব।’
নিজের রানে ফেরা নিয়ে সাকিব বলেন, ‘মাঠের সীমানা সাহায্য করেছিল। ছোট বাউন্ডারি এবং বলের অনেক গতি ছিল। তাই আমি শুধু পেস ব্যবহার করেছি। শুরু করার পর আমি আর পেছনে ফিরে তাকাইনি। (সেরা পারফরম্যান্স একটু দেরিতে আসল) আমরা আরও ধারাবাহিক হতে পারতাম, যা অবশ্যই হতাশার।’
উত্তেজনায় ঠাসা একটি ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ‘টাইমড আউট’ হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এ নিয়ে দ্বিতীয় ইনিংসজুড়ে লঙ্কান ক্রিকেটাররা স্লেজিং করে গেছেন টাইগার ব্যাটারদের। যদিও সাকিব ম্যাচ শেষে তা নিয়ে কিছুই বললেন না। টানা হারের বৃত্তে থাকা বাংলাদেশের জন্য বিশ্বকাপে দ্বিতীয় জয় পাওয়া কিছুটা হালে পানি পাওয়ার মতো। কারণ পয়েন্ট টেবিলের সাতে ওঠে আসায় তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা টিকে থাকলো!
বাংলাদেশ সময়: ২৩:৫৮:০২ ৪৩ বার পঠিত