সোমবার, ৬ নভেম্বর ২০২৩

ঝিনাইদহে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ একজন আটক

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ একজন আটক
সোমবার, ৬ নভেম্বর ২০২৩



ঝিনাইদহে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ একজন আটক

ঝিনাইদহে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ একজনকে আটক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার দিঘীরপাড় গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ইজাহার মাগুরা জেলার খিলগাতি বাজার এলাকার মৃত আ. লতিফ মোল্লার ছেলে।

ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল- আহসান সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, একটি গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এস আই আবু সায়েম, এএসআই জাহিদ হাসানসহ একদল ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। এসময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ আসামি ইজাহারকে আটক করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, মীর আবিদুর রহমান, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন উদ্দিন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:২৯:৩০   ৩৮ বার পঠিত