রবিবার, ৫ নভেম্বর ২০২৩

নোয়াখালীর সুবর্ণচরে বিনাধান-১৭ নিয়ে মাঠ দিবস

প্রথম পাতা » চট্রগ্রাম » নোয়াখালীর সুবর্ণচরে বিনাধান-১৭ নিয়ে মাঠ দিবস
রবিবার, ৫ নভেম্বর ২০২৩



নোয়াখালীর সুবর্ণচরে বিনাধান-১৭ নিয়ে মাঠ দিবস

জেলার সুবর্ণচরে বিনাধান-১৭ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট(বিনা) নোয়াখালী উপ-কেন্দ্রের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল হকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদ, বিনা উপ-কেন্দ্র নোয়াখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাকিব, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রায়হান শিকদার, ফার্ম ম্যানেজার মো. ফররূখ আহম্মেদসহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও শতাধিক চাষি।
এসময় ড. মির্জা মোফাজ্জল বলেন, বিনাধান-১৭ মাত্র ১০০-১১০ দিনেই ফলন আসে। খরাসহিষ্ণু স্বল্প জীবনকালীন ও ব্লাস্ট প্রতিরোধি এ ধান প্রচলিত জাতের তুলনায় ২৫-৩০দিন আগেই ফলন কর্তন করা যায়। ফলে, একই জমিতে রবি শস্য চাষের সুযোগ থাকে।
মাঠ দিবসে বিনা নোয়াখালীর উপ-কেন্দ্রে প্রদর্শীত ধান কর্তন করে বিনাধান-১৭ হেক্টর প্রতি ৬ দশমিক ৫ টন ফলন দেখতে পান অতিথিসহ কৃষকরা।

বাংলাদেশ সময়: ১৬:১৪:২০   ৫১ বার পঠিত