শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩

যশোরে ১৬৫ রাউন্ড গুলিসহ আটক ২

প্রথম পাতা » খুলনা » যশোরে ১৬৫ রাউন্ড গুলিসহ আটক ২
শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩



যশোরে ১৬৫ রাউন্ড গুলিসহ আটক ২

যশোর সদর ও বাঘারপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ১৬৫ রাউন্ড গুলি, দুটি চাকুসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (০২ নভেম্বর) দিনগত রাতে এ অভিযান চালানো হয়। শুক্রবার (০৩ নভেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন, বাঘারপাড়া উপজেলার পাঠানপাইকপাড়ার জুলফিকার মতিনের ছেলে ইসতিয়াক আহমেদ (৩২) ও মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মুকুল মোল্লা (৩০)।

ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকায় একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এসময় প্রাইভেটকারের দুই আরোহীর কাছ থেকে ২ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্য মতে আটক ইশতিয়াক আহমেদের বাঘারপাড়া উপজেলার পাঠানপাইকপাড়া গ্রামের বাড়ি থেকে ১৬৫ রাউন্ড রাইফেলের গুলি, ২টি চাকু, গাঁজাসহ ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:০৩   ৪৩ বার পঠিত