বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল থামবে ৩ স্টেশনে

প্রথম পাতা » ছবি গ্যালারি » আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল থামবে ৩ স্টেশনে
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩



আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল থামবে ৩ স্টেশনে

আগামী ৫ নভেম্বর (রোববার) থেকে উত্তরা-মতিঝিল পর্যন্ত মেট্রোরেল প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধু মতিঝিল, বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনে ট্রেন থামবে। হেডওয়ে হবে ১০ মিনিট। বেলা সাড়ে ১১টার পর মতিঝিল-আগারগাঁও অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষ্যে ব্রিফিংয়ে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, আগামী ৪ নভেম্বর (শনিবার) মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে এদিন উত্তরা থেকে আগারগাঁও অংশের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। এছাড়া আগের মতো শুক্রবার মেট্রোরেলের চলাচল বন্ধ থাকবে।

এদিকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষ্যে ৪ নভেম্বর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন। তারপর দিন ৫ নভেম্বর থেকে মেট্রোরেল চলাচল করবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:১৩   ৩৮ বার পঠিত