মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারি » শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম বৈঠক
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩



শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম বৈঠক

একাদশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম বৈঠক কমিটির সভাপতি মোঃ মুজিবুল হক এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এমপি, মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি এবং মোঃ আনোয়ার হোসেন (হেলাল) এমপি অংশগ্রহণ করেন।

সভায় ২৮তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয়।

আলোচ্যসূচীতে অন্তর্ভুক্ত “অত্যাবশ্যক পরিষেবা বিল, ২০২৩” এবং “বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৩” পরীক্ষা করে রিপোর্ট প্রদান সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার প্রেক্ষিতে “অত্যাবশ্যক পরিষেবা বিল, ২০২৩” বিলটি আরো পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন মর্মে কমিটি মনে করে।

বৈঠকে এছাড়াও, “বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৩” পরীক্ষা-নিরীক্ষাপূর্বক কতিপয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে সংশোধিত আকারে উত্থাপনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৯:০১   ৪৬ বার পঠিত