বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বানও জানান মার্কিন রাষ্ট্রদূত।
বৈঠক শেষে সাংবাদিকদের পিটার হাস আরও বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে এমনটাই কাম্য সবার। নির্বাচন ঘিরে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতার জায়গা নেই। নির্বাচন অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দল, ভোটার, আইনশৃঙ্খলাবাহিনী, সরকার ও নির্বাচন কমিশনসহ সবার এগিয়ে আসতে হবে। এসময় রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপের কথা জানান।
সকাল সাড়ে ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে আগামীকাল বুধবার (১ নভেম্বর) থেকে। এ দিনেই নির্বাচনের তফসিল ঘোষণাসহ সার্বিক বিষয় অবহিত করতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। বুধবার (১ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আগামী ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরণের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। এবারও তাই চাওয়া হয়েছে।
যেহেতু ১ নভেম্বর শুরু হচ্ছে সংসদ নির্বাচনের ক্ষণ গণনা, এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
বাংলাদেশ সময়: ১২:২২:৩৬ ৬২ বার পঠিত