বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট প্রতিষ্ঠাকল্পে জাতীয় সংসদে আজ ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল, ২০২৩’ পাস করা হয়েছে।
শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটির ওপর দেয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন।
বিলটির বিষয়ে শিল্প মন্ত্রী বলেন, বাংলাদেশের শিল্পখাত ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় শিক্ষা, প্রশিক্ষণ, পরামর্শ সেবা ও গবেষণা কার্যক্রমের উপর জোর দেয়া হয়েছে। গভর্ণমেন্ট এডুকেশনাল এন্ড ট্রেনিং ইনস্টিটিউট অর্ডিনেন্স, ১৯৬১ রহিত করে এটিকে আধুনিকায়ন ও যুগোপযোগী করে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আইন, ২০২৩’ শীর্ষক বিলটি সংসদে আনা হয়েছে।
বিলটি পাসের প্রক্রিয়ায় আলোচনায় অংশ নেন বিরোধী দলের সদস্য পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, হাফিজ উদ্দিন আহম্মেদ, রওশন আরা মান্নান এবং গণফোরামের মোকাব্বির হোসেন।
বাংলাদেশ সময়: ২২:১৩:৩৪ ৪৯ বার পঠিত