একাদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটি সদস্য মোঃ আব্দুস শহীদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, আহমেদ ফিরোজ কবির, রুমানা আলী ও রানা মোহাম্মদ সোহেল অংশগ্রহণ করেন।
বৈঠকে “ফাইন্যান্স কোম্পানি বিল, ২০২৩” সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে সংসদে দ্রুত রিপোর্ট প্রদানের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সচিব অর্থ বিভাগ, সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:১৫:৫১ ৬১ বার পঠিত