অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত। রাতেই ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর পুরস্কার। লিওনেল মেসির অষ্টম নাকি আর্লিং হলান্ড প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিততে চলেছেন তা জানতে মুখিয়ে আছে বিশ্ব। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন মেসি। অন্যদিকে ম্যানচেস্টার সিটিকে তাদের ইতিহাসের প্রথম ট্রেবল শিরোপা এনে দিয়েছেন হলান্ড।
ফ্রান্স ফুটবল আজ সোমবার (৩০ অক্টোবর) রাতেই ঘোষণা করবে ব্যালন ডি’অর পুরস্কার। প্যারিসের শ্যালে থিয়েটারে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হবে। পুরুষ ও নারী ফুটবলের মৌসুমের সেরা ফুটবলারের হাতে তুলে দেয়া হবে ব্যালন ডি’অর। তবে আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে ছেলেদের ব্যালন ডি’অর। এই পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্তদের সংক্ষিপ্ত তালিকায় আছেন লিওনেল মেসি, আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পে। তবে লড়াইটা মূলত মেসি ও হলান্ডের মধ্যে হবে বলেই বিশেষজ্ঞদের ধারণা।
ক্লাব পিএসজির হয়ে লিগ শিরোপা ছাড়া তেমন কিছু না জিতলেও আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতাতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন মেসিই। হয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। তাই বেশিরভাগ বোদ্ধার মতেই এবারের ব্যালন ডি’অর মেসিরই প্রাপ্য। এরই মধ্যে স্প্যানিশ সংবাদমাধ্যম দারিও স্পোর্ত বলেই দিয়েছে, অষ্টমবারের মতো মেসির হাতেই উঠছে এই পুরস্কার। সে ক্ষেত্রে নিজের গড়া রেকর্ডই ভাঙতে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা। দ্বিতীয় সর্বোচ্চবার বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে মেসির ব্যালন ডি’অর হবে তিনটি বেশি।
তবে অনেকের মতেই অন্য আরেকজন এবার ব্যালন ডি’অর না জিতলে সেটা পুরস্কারটির জন্যই ‘কলঙ্ক’ হবে। ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ডের কথা বলা হচ্ছে। গত মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে তিনি যা করেছেন তাতে তাকে পুরস্কার না দিলে বঞ্চিত করা হবে বলে মনে করছেন তারা। যে চ্যাম্পিয়ন্স লিগের জন্য সিটিজেনদের এতো আক্ষেপ, সেটা তো হলান্ডের হাত ধরেই এসেছে। শুধুই কী চ্যাম্পিয়ন্স লিগ! দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে জিতেছে ট্রেবল। চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগের সঙ্গে এফএ কাপের শিরোপাটাও ঘরে তুলেছে ম্যানসিটি। যার নেপথ্যে হলান্ড। ৫৩ ম্যাচেই ৫২ গোল করেছেন এই নরওয়েজিয়ান গোলমেশিন।
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা এক সময় ছিলেন মেসির কোচ। মেসির সেরা হয়ে ওঠার পেছনে তারও অনেক অবদান। ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে এখন হলান্ডকেও দেখছেন। তিনি মনে করেন, মেসি ও হলান্ড দুজনই এবারের ব্যালন ডি’অরের দাবিদার।
তিনি বলেন, ‘যদি মেসি জেতেন তবে এটা সঠিক সিদ্ধান্ত কারণ সে বিশ্বকাপ জিতেছে। যদি হলান্ড জেতেন তবে সেটাও সঠিক কারণ সে দারুণ একটা মৌসুম কাটিয়েছেন।’
ব্যালন ডি’অরের প্রকৃত দাবিদার খুঁজতে গিয়ে আরও জট পাকিয়ে দিয়েছেন গার্দিওলা। তবে সহজ একটা সমাধানও দিয়েছেন তিনি। ফ্রান্স ফুটবলের প্রতি তার পরামর্শ, ‘তাদের অবশ্যই এই বছর দুটি পুরস্কার দেয়া উচিত হবে। তারা দুজনই এটার দাবিদার।’
এখন শুধুই অপেক্ষা। গার্দিওলার পরামর্শ গ্রহণ করে কিনা ফ্রান্স ফুটবল, তা দেখা যাক।
বাংলাদেশ সময়: ১৫:০৩:১১ ৫৮ বার পঠিত