বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগ্রহী আমদানিকারদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সম্প্রতি ভোক্তা অধিদপ্তর থেকে আলুর বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। প্রতিবেদনে আলু আমদানির সুপারিশ করা হয়।
এই সুপারিশের আলোকে আলু আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩৫ থেকে ৩৬ টাকা নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু, সরকার দাম নির্ধারণ করার পর দাম না কমে বরং দিন দিন বাড়ছে।
বর্তমানে আলু সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দামে, প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪:৫১:০৮ ৭৮ বার পঠিত