রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে আ.লীগের নেতারা

প্রথম পাতা » ছবি গ্যালারি » কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে আ.লীগের নেতারা
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩



কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে আ.লীগের নেতারা

বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

রোববার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে শতাধিক নেতাকর্মীকে কার্যালয়ে সামনে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর গুলিস্তান ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক ও সেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতারা অবস্থান করেছেন। এই তিন সংগঠনের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মহানগরে নেতাকর্মীরাও উপস্থিত রয়েছেন।

‘যে হাতে পুলিশ মারে সেই হাত ভেঙে দাও, যে হাতে সাংবাদিক পেটায় সে হাত ভেঙে দাও, অবৈধ হরতাল মানি না, মানবো না, যে হাতে গাড়ি পোড়ায়, সেই হাত পুড়িয়ে দাও, শেখ হাসিনা সংসদে আমরা আছি রাজপথে’ —নেতাকর্মীদের এমন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ।

এসময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার কবির, প্রচার সম্পাদক সাইফুন নবীন সাগর, সদস্য শহিদুল ইসলাম মিলন, মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক শফিউল আলম শফিক উপস্থিত ছিলেন।

অন্যদিকে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের নেতৃত্বে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। এসময় কৃষক লীগের সাধারণ সম্পাদক উন্মে কুলসুম স্মৃতি, সহ সভাপতি তারিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক হাবিব মোল্লা প্রমুখ।

এছাড়া ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে সতর্ক অবস্থান রয়েছে নেতাকর্মীরা। এসময় সেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুব, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ার হোসেন বিপুলসহ শতাধিক নেতাকে সেখানে অবস্থান নিতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১১:৩৯:৩৪   ৪০ বার পঠিত