ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৩ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠক কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটি সদস্য আ.ফ.ম রুহুল হক, মোঃ মনসুর রহমান, সৈয়দা জাকিয়া নূর ও মোঃ আমিরুল আলম মিলন অংশগ্রহণ করেন।
“বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা বিল ২০২৩” ও ” সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন), বিল ২০২৩” সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। কতিপয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২২:৪১:৩৩ ৬০ বার পঠিত