সংসদ নেতা ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে তাঁর কার্যালয়ে স্বরচিত ‘জাতিসংঘে বাংলাদেশ’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোটবোন শেখ রেহানা রচিত ‘রাসেল আমাদের ভালোবাসা’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উম্মোচন করেন।
এ সময় বই দু’টির প্রকাশক চারুলিপি প্রকাশনের প্রকাশনা উপদেষ্টা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এমপি এবং চারুলিপি প্রকাশনের প্রকাশক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:২১:৪০ ৪২ বার পঠিত