রবিবার, ২২ অক্টোবর ২০২৩

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রবিবার, ২২ অক্টোবর ২০২৩



বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ সচিবালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
তাদের মধ্যে উভয় দেশের সংস্কৃতি, আমদানি-রপ্তানী, অর্থনীতি অবস্থা, বিনিয়োগ, বিদ্যুৎ-জ্বালানি খাত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাংলাদেশে বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ খাতে তুরস্ক থেকে বিনিয়োগের আহ্বান জানিয়ে এসব খাতের বিভিন্ন উপখাত নিয়ে আলোকপাত করেন। রাষ্ট্রদূত এ সময় প্রতিমন্ত্রীকে তুর্কি প্রজাতন্ত্র ঘোষণার শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগদান করার আমন্ত্রণ জানান।

বাংলাদেশ সময়: ২৩:১৫:০৪   ৭৯ বার পঠিত