বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

কে হচ্ছেন শাকিবের ‘প্রিয়তমা’?

প্রথম পাতা » ছবি গ্যালারি » কে হচ্ছেন শাকিবের ‘প্রিয়তমা’?
বুধবার, ২৬ এপ্রিল ২০২৩



কে হচ্ছেন শাকিবের ‘প্রিয়তমা’?

ঈদের আমেজ শেষ হতে না হতেই ঈদুল আজহার সিনেমার ঘোষণা দিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সিনেমার নাম ‘প্রিয়তমা’। ছবিটি নির্মাণ করবেন হিমেল আশরাফ

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোষ্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। তবে ছবিতে শাকিবের নায়িকা হবেন কে? এ বিষয়ে জানতে চাইলে নির্মাতা হিমেল বলেন, ‘নায়িকা সিলেকশনে চমক রাখা হয়েছে। পরবর্তীতে জানানো হবে। এটা আপাতত চমক হিসেবে থাকুক।’

জানা গেছে, এরইমধ্যে ছবিটির শুটিং শুরু হলেও শাকিব আগামী ৮ মে থেকে পুরান ঢাকায় অংশ নেবেন। টানা এক মাস কাজের মধ্য দিয়ে শেষ করবেন এর শুটিং।

সিনেমাটি প্রসঙ্গে সংবাদমাধ্যমে শাকিব খান বলেন, ‘খুব বেশি কিছু বলতে চাই না, অল্প কথায় বললে বলতে হয়, চমৎকার একটা ছবি নিয়েই হাজির হব। নিটোল প্রেম ও অ্যাকশন ধাঁচের এই ছবিতে আমাকে একেবারে অন্য রকম একটা লুকে পাওয়া যাবে, যা আগের কোনো ছবিতে দেখেনি কেউ।’

‘প্রিয়তমা’ প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া। যার প্রযোজক আরশাদ আদনান। এর আগে তিনি ইউটার্ন ও সুলতানা বিবিয়ানা নামে দুটি ছবি প্রযোজনা করেন।

নির্মাতা হিমেল বলেন, ‘আদনান ভাই সিনেমা প্রেমী মানুষ। তিনি নিয়মিত ছবি বানাবেন। কোরবানির ঈদে ‘প্রিয়তমা’ মুক্তি দেওয়া হবে।’

এটি হতে যাচ্ছে হিমেল আশরাফের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি বেশকিছু নাটক নির্মাণ করে পরিচিতি পেয়েছেন। ২০১৭ সালে গ্রামীণ গল্পের প্রেমের ছবি ‘সুলাতানা বিবিয়ানা’ বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন।

‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবান।

বাংলাদেশ সময়: ২১:৩২:১৭   ১৩৩ বার পঠিত