শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও ৪৩টি পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১টায় এনেক্স ভবনে মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠান হয়।
রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারণ সম্পাদক বিপুল ত্রিপুরাসহ বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার ৪৩টি পূজামন্ডপের প্রত্যেক প্রতিনিধির মধ্যে ১ দশমিক ৫ টন করে খাদ্য শষ্য প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:৪৪:৪৬ ৪১ বার পঠিত