বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

চলচ্চিত্র পরিচালক-প্রযোজক শফী বিক্রমপুরী মারা গেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারি » চলচ্চিত্র পরিচালক-প্রযোজক শফী বিক্রমপুরী মারা গেছেন
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩



চলচ্চিত্র পরিচালক-প্রযোজক শফী বিক্রমপুরী মারা গেছেন

ঢাকাই সিনেমার খ্যাতিমান পরিচালক ও প্রযোজক শফি বিক্রমপুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৮ অক্টোবর) ভোর ৪টায় ব্যাংককের একটি হাসপাতালে মারা গেছেন তিনি।

সংবাদ মাধ্যমে এ পরিচালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক অপূর্ব রানা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শফি বিক্রমপুরী। এর আগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেসময় শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি করা হয়েছিল তাকে। পরে ব্যাংককে উন্নত চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শফি বিক্রমপুরী ১৯৪৩ সালের ৪ জুলাই মুন্সীগঞ্জ জেলার (সাবেক বিক্রমপুর) শ্রীনগর থানার মত্তগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সাল থেকে পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস শুরু করেন তিনি। ১৯৬৫ সালে দক্ষিণাঞ্চলের লোকজ প্রেমকাহিনী অবলম্বনে নির্মিত ‘গুনাই বিবি’ সিনেমাটিতে যৌথ প্রযোজনার মাধ্যমেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

পরিচালক হিসেবে শফি বিক্রমপুরীর অভিষেক হয় ১৯৭৮ সালে ‘রাজদুলালী’ সিনেমার মাধ্যমে। তার প্রযোজিত ও পরিচালিত অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে- ‘ডাকু মনসুর’, ‘বাহাদুর’, ‘জীবন তৃষ্ণা’, ‘সবুজ সাথী’, ‘সকাল সন্ধ্যা’, ‘মাটির কোলে’, ‘শশীপুন্নু’, ‘শান্তি-অশান্তি’, ‘জজসাহেব’, ‘দেনমোহর’, ‘অবুঝ মনের ভালোবাসা’ ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:০২   ৪০ বার পঠিত