ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। অনেকদিন পর্দায় দেখা যায় না তাকে। তবে সোশ্যাল মিডিয়ারে কারণে বেশ আলোচনায় থাকেন তিনি। এবার বড়পর্দায় দেখা যাবে এই তারকাকে। তাই নতুন লুকে ধরা দিলেন নব্বই দশকের জনপ্রিয় এই নায়ক।
মো. ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ওমর সানী। সিনেমাটিতে নতুন এক লুকে দেখা যাবে এই অভিনেতাকে।
পরিচালক ইকবাল তার সিনেমায় ভিন্নধারা বজায় রাখেন। দর্শকের আকর্ষণ করার জায়গা তৈরি করেন। এখানেও এর ব্যতিক্রম হবে না।
জানা যায়, পরিচালক এবং নায়ক দীর্ঘদিনের বন্ধু। বন্ধুর জন্য দারুণ চমক থাকবে সিনেমাটিতে।
‘ডেডবডি’ সিনেমায় ওমর সানী ছাড়া আরও অভিনয় করছেন শ্যামল মওলা, রাশেদ মামুন অপু ও মিষ্টি জাহান প্রমুখ। জানা গেছে, ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
বাংলাদেশ সময়: ১৫:৩২:৪৮ ৫৯ বার পঠিত