সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

সিরিয়াকে ব্যবহার করে যুদ্ধের পাঁয়তারা করছে ইরান: ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিরিয়াকে ব্যবহার করে যুদ্ধের পাঁয়তারা করছে ইরান: ইসরাইল
সোমবার, ১৬ অক্টোবর ২০২৩



সিরিয়াকে ব্যবহার করে যুদ্ধের পাঁয়তারা করছে ইরান: ইসরাইল

গাজা যুদ্ধের পর সিরিয়াকে ব্যবহার করে নতুন করে যুদ্ধ শুরুর পাঁয়তারা করছে ইরান - এমন দাবি করেছেন ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। ইসরাইলে সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সম্পৃক্ততা আছে বলেও তার ধারণা।

এক প্রতিবেদনে আনাদুলো এজেন্সি জানায়, হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের বিরুদ্ধে হামাসকে সব ধরনের সহযোগিতা দেয়ার অভিযোগ করে আসছে ইসরাইল। এবার ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর কৌশলগত বিষয়ের প্রধান জোশুয়া জারকার দাবি করেন, গাজা যুদ্ধের পর এবার সিরিয়ায় নতুন করে যুদ্ধ শুরুর পাঁয়তারা করছে ইরান।

মূলত সিরিয়ায় ইরানের অস্ত্র সরবরাহের অভিযোগ তুলে এমন দাবি করেন জোশুয়া জারকার।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানায়, গত শনিবার (৭ অক্টোবর) স্থানীয় সময় গভীর রাতে সিরিয়া থেকে উত্তর ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সীমান্ত এলাকায় সেই সাইরেনও শোনা গেছে। ওই হামলার সঙ্গে ইরানের সম্পৃক্ততা আছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে উল্লেখ করেন সাবেক মার্কিন সেনা কর্মকর্তা এবং সিরিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ দূত জোয়েল রেবার্ন। আর সে পোস্টের তথ্যকে ইসরাইলি কর্মকর্তা জোশুয়া জারকার সম্মতি দিয়ে লেখেন: ‘তারা (ইরানিরা) এর জন্য দায়ী’।

মূল পোস্টে আরও বলা হয়েছে, ইসরাইলিরা এর জবাব দিয়েছে সিরিয়ার বিমানবন্দরে হামলা চালানোর মাধ্যমে।

এদিকে, শনিবার (১৪ অক্টোবর) রাতে সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে আন্তর্জাতিক বিমানবন্দরটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় বন্ধ হয়ে গেছে। হামাস-ইসরাইল সংঘাত শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বার ইসরাইলের বিমান হামলার শিকার হলো আলেপ্পো বিমানবন্দর।

বাংলাদেশ সময়: ১৩:০৮:০৫   ৪২ বার পঠিত