গাইবান্ধার সাঘাটা উপজেলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফুল ইসলামকে (৩৫) রাজধানীর বিমান বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে সাঘাটা থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
এ ব্যাপারে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, চেক ডিজওনারের একটি মামলায় আসামি আরিফুল ইসলামকে ৩ বছরের সাজা প্রদান করে বিজ্ঞ আদালত। এসময় আত্মসমর্পণ না করে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকেন তিনি।
তিনি বলেন, আরিফকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে সাঘাটা থানা পুলিশ। এরমধ্যে বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরের দিকে ঢাকার বিমান বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি রাকিব হোসেন বলেন, আরিফুল ইসলাম সাঘাটা উপজেলার গটিয়া গ্রামের মৃত নকিবুল্লা ব্যাপারীর ছেলে।
বাংলাদেশ সময়: ১৭:৫৭:২৭ ৪২ বার পঠিত