ডাকাতি করতে গিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. শিমুল ডাকুয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের মৌচাক থেকে র্যাব-১১ তাকে গ্রেপ্তার করে। শিমুল ডাকুয়া ঝালকাঠির কাঠালিয়া থানার মধ্য কইখালী এলাকার আব্দুর রশিদ ডাকুয়ার ছেলে। বুধবার সন্ধ্যায় র্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, শিমুল ডাকুয়া ও তার সহেযাগীরা এক নারীর বাড়িতে ডাকাতি করতে যায়। সে সময় তারা ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে এই ঘটনায় ভুক্তভোগী ওই নারী ঝালকাঠির কাঠালিয়া থানায় ডাকাতি ও গণধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, মামলা দায়েরের ৭২ ঘণ্টার মধ্যে শিমুল ডাকুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কাঠালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:১৯:৪৮ ৫২ বার পঠিত