আজ ১১ অক্টোবর, ২০২৩। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৮৪তম (অধিবর্ষে ২৮৫তম) দিন। বছর শেষ হতে আরও ৮১ দিন বাকি রয়েছে। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
০৬৩২ - ইয়ামমার যুদ্ধে ভণ্ড নবী মুসায়লাম কাজ্জাব নিহত হয়।
১৫০৩ - দ্বিতীয়বার ভারত ভ্রমণ শেষে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা মোজাম্বিকের তাগুসে উপস্থিত হন।
১৬৬৯ - পিটার দি গ্রেট রাশিয়ার জার হন।
১৭৩৭ - কলকাতায় যুগপৎ ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ে তিন লাখ লোকের মৃত্যু ঘটে।
১৮৭১ - শিকাগোর ভয়াবহ অগ্নিকাণ্ড আয়ত্তে আনা হয়।
১৮৯৯ - দক্ষিণ আফ্রিকায় হল্যান্ড ও বৃটিশদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।
১৯২৩ - জার্মান মুদ্রার বিপজ্জনক মুদ্রাস্ফীতি ঘটে। ১ পাউন্ডের মূল্যমান দাঁড়ায় ১ হাজার কোটি মার্ক।
১৯৩৭ - চীনের সাংহাইএ চীন আর জাপানের সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই হয়। এই লড়াইয়ে দুপক্ষের বিপুল সংখ্যক সৈন্য হতাহত হয়।
১৯৫৭ - প্রধানমন্ত্রীর পদ থেকে শহীদ সোহরাওয়ার্দী পদত্যাগ করেন।
১৯৬২ - চীন-ভারত যুদ্ধ শুরু হয়।
১৯৬৪ - কায়রোতে ৪৭ জোট নিরপেক্ষ দেশের সম্মেলন সমাপ্ত হয়।
১৯৭২ - চীন আর জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
১৯৭৪ - গিনি-বিসাউ ও গ্রানাডা জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৭৮ - জাতিসংঘের সাধারণ পরিষদে বর্ণবাদবিরোধী বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।
১৯৮৯ - তিব্বতের রাজধানী লাসায় অবস্থিত পোতালা প্রাসাদের মেরামত প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পে চীন সরকার ৩ দশমিক ৫ কোটি ইউয়ান বরাদ্দ করে।
১৯৯১ - সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে পড়ার কিছু আগে দেশটির গোয়েন্দা সংস্থা কেজেবির তৎপরতা বন্ধ করে দেয়া হয়।
২০০০ - লন্ডনে প্রথমবারের মত একটি মুসলিম মাধ্যমিক স্কুলকে সরকারি হিসেবে অনুমোদন দেয়া হয়।
২০০০ - চীনে সবচেয়ে বড় আকারের এবং সবচেয়ে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আন্তর্জাতিক ইনঞ্জিনিয়ারিং, প্রযুক্তি ও বিজ্ঞান সম্মেলন পেইচিংএর গণ মহা ভবনে মহাসমারোহে অনুষ্ঠিত হয়।
২০০১ - চীনের রাষ্ট্রীয় মানদণ্ডকরণ ব্যবস্থাপনা কমিটি পেইচিংএ প্রতিষ্ঠিত হয়।
২০০২ - চীনের ছয়টি বে-সামরিক বিমান পরিবহন লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠার ঘোষণা করা হয়।
জন্ম:
১৬১৬ - আন্দ্রিয়াস গ্রয়ফিউস, জার্মান কবি ও নাট্যকার।
১৭৩৮ - আর্থার ফিলিপ, ইংরেজ এডমিরাল ও রাজনীতিবিদ।
১৮৭১ - আবদুল করিম সাহিত্যবিশারদ, বাঙালি সাহিত্যিক ও প্রাচীন পুঁথি সংগ্রাহক।
১৮৭৭ - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি লেখক ও ঔপন্যাসিক, সম্পাদক ও অনুবাদক।
১৮৮৪ - ফ্রেডরিখ কার্ল রুডলফ বার্জিয়াস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আর্জেন্টিনার রসায়নবিদ।
১৮৮৪ - আন্না এলিয়ানর রুজভেল্ট, আমেরিকান মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ ও ৩৯ তম ফার্স্ট লেডি।
১৮৮৫ - ফ্রাসোয়া মাউরিয়াক, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক, কবি ও নাট্যকার।
১৯০২ - জয়প্রকাশ নারায়ণ, জনপ্রিয়ভাবে জে পি বা লোক নায়ক নামে পরিচিত ভারতীয় স্বাধীনতা কর্মী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা।
১৯১৬ - ভারতরত্নে ভূষিত সমাজকর্মী, রাজনীতিক নানাজী দেশমুখ।
১৯২১ - নীলিমা ইব্রাহিম, বাঙালি শিক্ষাবিদ।
১৯৩৬ - সি. গর্ডন ফুলেরটন, আমেরিকান কর্নেল, প্রকৌশলী ও মহাকাশচারী।
১৯৪২ - অমিতাভ বচ্চন, জনপ্রিয় ভারতীয় অভিনেতা।
১৯৫৭ - পল বওন, ইংরেজ অভিনেতা।
১৯৬৫ - রনিত রায়, ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক আদালতের অভিনেতা।
১৯৭৩ - তাকেশি কানেসিরো, জাপানি অভিনেতা ও গায়ক।
১৯৮৩ - ব্র্যাডলি জেমস, ইংরেজ অভিনেতা।
মৃত্যু:
১৮৫২ - গটথল্ড আইজেনস্টাইন, জার্মান গণিতবিদ ও অধ্যাপক।
১৮৯৬ - অ্যান্টন ব্রুকনার, অস্ট্রিয়ান অর্গানবাদক, সুরকার ও শিক্ষাবিদ।
১৯৩৮ - নগেন্দ্রনাথ বসু, বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা, প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ।
১৯৪০ - লুলুইস কোম্পানিস, স্প্যানিশ আইনজীবী, রাজনীতিবিদ ও কাতালোনিয়ার ১২৩ তম রাষ্ট্রপতি।
১৯৮৮ - বনিটা গ্রানভিলে, আমেরিকান অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।
১৯৯১ - গোলাম সামদানী কোরায়শী, বাংলাদেশি সহিত্যিক, গবেষক ও অনুবাদক।
১৯৯৬ - উইলিয়াম ভিখর, নোবেলজয়ী কানাডীয় অর্থনীতিবিদ।
২০০৭ - চিন্ময় কুমার ঘোষ, শ্রী চিন্ময় নামে পরিচিত, বাঙালি মহাত্মা ও হিন্দুধর্মের সংস্কারক, লেখক, শিল্পী, কবি ও সঙ্গীতজ্ঞ।
২০১২ - ফ্রাঙ্ক আলমো, ফরাসি গায়ক।
২০১৯ - রবার্ট ফরস্টার, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
২০২১ - বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন গুপ্ত।
ছুটি ও অন্যান্য:
আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস।
বাংলাদেশ সময়: ১১:৪৭:৩৮ ৫৪ বার পঠিত