নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াপুর বাজার সৈয়দপুর তালুকদার ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়েছে র্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানের নেতৃত্ব দিয়েছেন র্যাব-১১ ও সিপিএসসি মেজর অনাবিল ইমাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, ক্যাব, নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন।
সেলিমুজ্জামান জানান, প্রতিষ্ঠানটিতে অভিযানের সময় দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য তৈরী করছে। এবং অন্যত্র তৈরিকৃত খাদ্য পণ্য নিজের প্রতিষ্ঠানে তৈরী বলে বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:০৭:২৯ ৫৭ বার পঠিত