সোনারগাঁয়ে তালুকদার ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারি » সোনারগাঁয়ে তালুকদার ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩



সোনারগাঁয়ে তালুকদার ফুডকে  ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াপুর বাজার সৈয়দপুর তালুকদার ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়েছে র‍্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‍্যাব-১১ ও সিপিএসসি মেজর অনাবিল ইমাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, ক্যাব, নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন।

সেলিমুজ্জামান জানান, প্রতিষ্ঠানটিতে অভিযানের সময় দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য তৈরী করছে। এবং অন্যত্র তৈরিকৃত খাদ্য পণ্য নিজের প্রতিষ্ঠানে তৈরী বলে বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৭:২৯   ৫৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ