শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

‘নতুন প্রজম্মকে মাদক থেকে রক্ষায় খেলাধূলার আয়োজন বেশি করতে হবে’

প্রথম পাতা » ছবি গ্যালারি » ‘নতুন প্রজম্মকে মাদক থেকে রক্ষায় খেলাধূলার আয়োজন বেশি করতে হবে’
শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩



‘নতুন প্রজম্মকে মাদক থেকে রক্ষায় খেলাধূলার আয়োজন বেশি করতে হবে’

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, খেলাধূলা মানুষের চারিত্রিক পরিবর্তন আনার পাশাপাশি মাদক থেকে রক্ষা করে সুস্বাস্থ্যবান রাখে। এজন্য বিশ্বের মানচিত্রে খেলাধূলায় বাংলাদেশের গৌরব তুলে ধরতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আজ পাড়া মহল্লায় অঞ্চলে অঞ্চলে মাদকে ছেয়ে গেছে। নতুন প্রজম্মকে মাদক থেকে রক্ষা করতে খেলাধূলার আয়োজন বেশি করে করতে হবে।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় শহরের পশ্চিম দেওভোগ এলাকায় আলী আহম্মদ চুনকা বিদ্যালয় মাঠে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ডিগবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হ্যাট্রিক বয়েজের আয়েজনে এ টুর্নামেন্টে পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক ও বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহম্মদ আলী রেজা উজ্জল বলেন, যার এমন একটি টুর্নামেন্টের আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। সমাজে ভাল কাজগুলো করেন। আমরা বঙ্গসাথী ক্লাব আপনাদের পাশে থাকবো। মাদকের গ্রাসে তরুন প্রজন্ম বিপথে দাবিত হচ্ছে। খেলাধূলার মাধ্যমে তাদের রক্ষা করতে হবে।

টুর্নামেন্টে ফাইনাল খেলায় মরহুম বশির উদ্দিন স্মৃতি দল ১-০ গোলে মরহুম সিয়াম স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলায় ১ গোল করেন রিফাত। তিনি শ্রেষ্ঠ গোলদাতা নির্বাচিত হন। এ টুর্নামেন্টে ২৪ টি দল অংশ নেয়।

কেরাম ফাইনাল খেলায় বর্ষণ পাপ্পু জুটি মাহিন জনি জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

টুর্ণামেন্ট কমিটির বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব সাবেক জাতীয় ফুটবলার মোঃ জাকির হোসেন, বঙ্গসাথী ক্লাবের সহ - সভাপতি আব্দুর রব রনি , বঙ্গসাথী ক্লাবের সহ সভাপতি ফয়জুল ইসলাম রুবেল , এসময় হ্যাট্রিক বয়েজের আহ্বায়ক আহসান স্বচ্ছ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩১:১১   ৪০ বার পঠিত