গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ তহবিলের নবগঠিত পরিচালনা পর্ষদ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন।
এসময় নবগঠিত পর্ষদের সভাপতি মো. মকবুল হোসেন, সাধারন সম্পাদক মো. শাহিনুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং বাংলাদেশের সমৃদ্ধি চেয়ে দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ সুরক্ষায় গত ৩ সেপ্টেম্বর ৩৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:৫৮:১৩ ৪০ বার পঠিত