শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

সরিষাবাড়ীতে ২২০ পিস ইয়াবাসহ আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারি » সরিষাবাড়ীতে ২২০ পিস ইয়াবাসহ আটক ১
শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩



সরিষাবাড়ীতে ২২০ পিস ইয়াবাসহ আটক ১

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার দিয়ার কৃষ্ণা এলাকায থেকে ২২৩ পিস ইয়াবাসহ আলম মিয়া (৩৬)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে,শুক্রবার (৬ অক্টোবর) দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটককৃত আসামী আলম মিয়া পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইসপিঞ্জারপুর গ্রামের বাসিন্দা। সে দীর্ঘদিন যাবত সরিষাবাড়ী উপজেলায় মাদক বিক্রি করে আসছিল।

থানার এসআই জহির রায়হান জানান, গতকাল রাতে পৌরসভার দিয়ার কৃষ্ণা কলেজ রোড এলাকায় মোঃ রাসেল মিয়ার বাসায় ভাড়াটিয়া আলম মিয়ার কাছে একটি মাদকের চালান এসেছে। পরে এ সংবাদটি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর কে অবগত করলে তিনি তৎক্ষণাৎ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের নির্দেশনা দেন। পরে থানার এসআই জহির রায়হান, এসআই হান্নান ও সঙ্গীও ফোর্সদের সহযোগিতায় ওই বাসায় অভিযান চালিয়ে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী আলম মিয়াকে ২২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে আলম মিয়ার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়েরের করা হয়।

এবিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৫৯   ৪৪ বার পঠিত