শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

আনকাট সেন্সর পেল নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’

প্রথম পাতা » ছবি গ্যালারি » আনকাট সেন্সর পেল নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’
শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩



আনকাট সেন্সর পেল নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’

সেন্সর বোর্ডের সদস‍্যদের ভূয়সী প্রশংসায় বিনা কর্তনে সেন্সরে ছাড়পত্র পেল বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

জানা যায়, ২০২১ সালের নভেম্বরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে চিত্রায়ন শুরু হয়ে শেষ হয় শ্রীমঙ্গলে। সিনেমাটিতে জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। এতে দুজনকেই দেখা যাবে চা শ্রমিকের ভূমিকায়।

২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি।

অনুপম কথাচিত্র প্রযোজিত ‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্রে অপু বিশ্বাস ও নিরব হোসেন ছাড়াও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, ইকবাল বাবু, জাহিদ, বড়দা মিঠু,আজম খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:০৪   ৪১ বার পঠিত