নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকা থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রলীগের কর্মীসহ দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) তাদের কারাগারে পাঠায় আদালত।
এর আগে গত বুধবার বিকেলে র্যাব-১০ এর এক অভিযানে ৪৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে ইনজামামুল হক অপু ওরফে অপু সাউদ (৩০) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মাহফুজুর রহমান অর্পন (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।
স্থানীয় ছাত্রলীগ সূত্র জানায়, স্থানীয়ভাবে ছাত্রলীগের সক্রিয় কর্মী অপু সাউদ। কোন কমিটিতে পদ না থাকলেও নিজেকে ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় দিতেন। গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে তার সভাপতিত্বে এক আলোচনা সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি বলেন, অপুর কোন কমিটিতে নেই, তবে সে ছাত্রলীগের সক্রিয় কর্মী। তার গ্রেপ্তারের কথা তিনি শুনেছেন, তবে মাদক সংশ্লিষ্টতার বিষয়টি তিনি পূর্বে জানতেন না।
এদিকে র্যাব-১০ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার অপু ও অর্পন দু’জনই মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে এক অভিযানে তাদের কাছ থেকে ৪৭০০ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও ৪ হাজার টাকা জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ২২:৩৯:৫৮ ৪৮ বার পঠিত