শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোস্তফা রাসেল। মঙ্গলবার (৩ অক্টোবর ) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় করেন তিনি।
পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। কোনো অবস্থাতেই গুজব বা উস্কানিতে কান দিবেন না। কোন কিছু ঘটলে তৎক্ষনাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করুন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারণ সম্পাদক রনজিৎ মন্ডলসহ বিভিন্ন পূজা মন্দিরের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ২৩:৩৭:৩০ ৬৮ বার পঠিত