আজ ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার। একনজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।
ঘটনাবলি
১৭৯১: ভারতীয় উপমহাদেশের প্রথম মাসিক পত্রিকা ‘ক্যালকাটা ম্যাগাজিন অ্যান্ড ওরিয়েন্টাল মিউজিয়াম’ প্রকাশিত হতে শুরু করে।
১৮৬৬: ভিয়েনায় অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯০০: বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আয়াতুল্লাহ হাজ্ব মির্যা হাসান শাহরেস্তানী চিরনিদ্রায় শায়িত হন।
১৯৩২: ইরাক ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে।
১৯৪৫: বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।
১৯৫৮: ইংল্যান্ড প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।
১৯৭৮: বিশ্বের দ্বিতীয় ও ভারতের প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম।
১৯৮০: বাংলাদেশের স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেয়া হয়।
১৯৮৮: সিউল অলিম্পিক শুরু।
১৯৮৯: উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক ওস্তাদ বাহাদুর হোসেন খান কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৯০: অক্টোবরে দুই জার্মানি অর্থাৎ পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি আনুষ্ঠানিকভাবে একত্রিত হওয়ার ঘোষণা দেয়।
জন্ম
১৮৭৭: হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় খ্যাতনামা বাঙালি শিক্ষাবিদ ও পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল।
১৮৯৫: রুশ কবি সের্গেই ইয়েসেনিন।
১৮৯৭: ফরাসি কবি লুই আরাগঁ।
১৮৯৯: লুই ইয়েল্ম্স্লেভ, ডেনীয় ভাষাবিজ্ঞানী।
১৯০৪: নোবেলজয়ী [১৯৮৭] মার্কিন রসায়নবিদ চার্লস জন পেডারসেন।
১৯২০: প্রখ্যাত বেতার ও দূরদর্শন ধারাভাষ্যকার অজয় বসু।
১৯৭৩: লিনা হিডি, ব্রিটিশ অভিনেত্রী।
১৯৮৮: আলিসিয়া ভিকান্দার, সুয়েডীয় অভিনেত্রী।
মৃত্যু
১৫৯১: ইতালির চিত্রশিল্পী ভিনচেনৎসো ক্যাম্পি।
১৮৯৬: উইলিয়াম মরিস, ইংরেজ টেক্সটাইল ডিজাইনার, কবি, ঔপন্যাসিক, অনুবাদক এবং সমাজতান্ত্রিক কর্মী।
১৯১৪: স্যার তারকনাথ পালিত ভারতীয় বাঙালি আইনজ্ঞ ও জনহিতৈষী।
১৯২৩: ব্রিটিশ ভারতে প্রথম দুজন মহিলা স্নাতক ও ভারতে তথা দক্ষিণ এশিয়ায় প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।
১৯৫২: ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি পণ্ডিত, গবেষক ও সম্পাদক।
১৯৮৯: ওস্তাদ বাহাদুর হোসেন খান, বাংলাদেশি উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক।
১৯৯৩: সাহিত্যিক, সাহিত্যতাত্ত্বিক ও স্বাধীনতাসংগ্রামী গোপাল হালদার।
২০০১: সংগীতসাধক বারীণ মজুমদার।
বাংলাদেশ সময়: ১২:৫৫:৫০ ৪৬ বার পঠিত