সোমবার, ২ অক্টোবর ২০২৩

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন

প্রথম পাতা » ছবি গ্যালারি » ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন
সোমবার, ২ অক্টোবর ২০২৩



ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ।

এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভূটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন।

এর আগে গত ১৬ জুন ভূমিকম্পে কাঁপে বাংলাদেশ। রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ।

তার আগের মাসে রাজধানী ঢাকায় ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ৫ মে ভোর ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডের দিকে এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার দোহারে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এটির ধরন ছিল হালকা। এসব ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১:০৪:৫০   ৩৯ বার পঠিত