বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র্যালি অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সময় প্রবীণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন বক্তারা।
তারা বলেন, ‘প্রবীণেরা পরিবার ও সমাজে অবহেলিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা নানাভাবে অবহেলার শিকার হন। মা-বাবা শত প্রতিকূল পরিস্থিতিতে তার সন্তানকে কখনো ভাগ করেন না। তেমনি বৃদ্ধ বয়সে মা-বাবাকে ভাগ করা যাবে না। প্রবীণদের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগিয়ে আজকের নবীদের এগিয়ে যেতে হবে। তাই প্রবীণ জনগোষ্ঠীকে পরিবার ও সমাজে যথাযথ মর্যাদা দিতে হবে। প্রবীণ জনগোষ্ঠীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবাসহ সুরক্ষা নিশ্চিত করতে হবে।’
জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদারের সভাপতিত্বে ও সহকারী পরিচালক সোলায়মান হোসেনের সঞ্চালনায় জেলা সিভিল সার্জন এএফএম মুশিউর রহমান, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:৪০:২৬ ৭৫ বার পঠিত